মো.আলমগীর হোসেন ,লংগদু(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলায় পানিতে ডুবে নিখোঁজের ৬ ঘন্টা পর কাপ্তাই লেক থেকে জেলের লাশ উদ্ধার।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ টার সময় লংগদু উপজেলার ৫নং ভাসান্যদম ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় ঝড়ো হাওয়ার মধ্যে ইঞ্জিন চালিত নৌকা করে বাড়িতে ফেরার পথে অন্য একটি ইঞ্জিন চালিত নৌকা পেছন থেকে ধাক্কা দিলে পানিতে পড়ে এ দুর্ঘটা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুইটি নৌকায় দুজন ছিলো। হঠাৎ পিছনের নৌকা এসে ধাক্কা দিলে আনোয়ার হোসেন (৩৫), পিতা. সৈয়দ আহমদ পানিতে পড়ে সঙ্গে সঙ্গে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজা খুঁজির পর বুধবার রাত ১০টায় তাকে উদ্ধার করা হয়।
এবিষয়ে জানতে চাইলে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন জানায়, লংগদু থানা পুলিশ বিষটি অবগত রয়েছেন।স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়েছে। মৃৃত ব্যাক্তির স্ত্রীরির অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত