মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উদ্ধার পূর্বক ১ টি বন্যপ্রাণী (লজ্জাবতী বানর) গহীন বনে অবমুক্ত করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ নাড়াইছড়ি রেঞ্জ।
১৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২ টায় নাড়াইছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান ও তার সঙ্গীয় স্টাফ সহ নাড়াইছড়ি রেঞ্জের আওতাধীন গহীন বনে লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বাবুছড়া এলাকা থেকে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ নাড়াইছড়ি রেঞ্জ।
নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, মঙ্গলবার বিকেলে বাবুছড়া এলাকা থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী মহোদয়ের নির্দেশে লজ্জাবতী বানরটিকে গহীন বনে অবমুক্ত করা হয়েছে।