আল আমিন রনি:
খাগড়াছড়ি জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনের ফাইভ স্টার ট্রান্সপোর্ট অফিস থেকে ১৫ বস্তা ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে আর্ম পুলিশ।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
জানা যায়, গত দুবছরেরও বেশী সময় ধরে একটি ক্ষমতাধর সিন্ডিকেট ভারতের ত্রিপুরা থেকে নিরাপদে পানছড়ি দিয়ে খাগড়াছড়ি শহরে এনে রাতে চট্টগ্রাম শহরে পাচার করে। এ কাজে চিহ্নিত দুই/একটি ট্রান্সপোর্টও জড়িত আছে। তবে তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে । এর আগেও ৭৫ লক্ষ টাকার অবৈধ চালান ধরা পড়লেও জড়িতদের এখনো চিহ্নিত করা হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল রাঁত ৯ টার দিকে অভিযান চালিয়ে ১৫ বস্তা ভারতীয় মন্ড সিগারেটসহ ৩ জনকে আটক করেছে।
আব্দুল হান্নান ও মোঃ জসিম নামের দুজন পলাতক রয়েছে বলেও তিনি জানান। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত