হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (কক্সবাজার):
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মহেশখালী উপজেলার কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে আগামী ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী ও অভিভাবক’দের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ ই সেপ্টেম্বর মঙ্গলবার, সকাল ১১ টায় মাদ্রাসা ক্যাম্পাস নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা’র সুপার মাওলানা আজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন।
অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক নুরুল আমিন (বিএসসি) এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ আহমদ চৌধুরী, দাতা সদস্য ও সাবেক শিক্ষক মাওলানা ফজলুল হক, অভিভাবক সদস্য শফিউল আলম, আবু তাহের’সহ আগামী ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি