আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রায় সাড়ে ৮হাজার বিদ্যুৎ গ্রাহকের লোডশেডিং কমিয়ে আনতে সাব স্টেশনের খালি জায়গায় ২.৫-৩ মেগাওয়াট সোলার পাওয়ার স্থাপনের লক্ষ্যে সরজমিন পরিদর্শন করেছেন বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি বিশেষজ্ঞরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার পর মানিকছড়ি আবাসিক বিদ্যুৎ বিভাগের সাব স্টেশনের খালি জায়গায় ২.৫-৩ মেগাওয়াট সোলার পাওয়ার স্থাপনের লক্ষ্যে সরজমিন পরিদর্শন করেন বিদ্যুৎ বিভাগের রাঙ্গামাটির তত্তাবধায়ক প্রকৌশলী মো.কামাল উদ্দিন এবং প্রকল্প পরিচালক উজ্জ্বল বড়ুয়াসহ ৫জন বিদেশি বিশেষজ্ঞ।
মানিকছড়ি আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিকছড়ি উপজেলার প্রায় সাড়ে ৮ হাজার বিদ্যুৎ গ্রাহকের চাহিদার এক-তৃতীয়াংশ মেগাওয়াট বিদ্যুৎও আমরা দিতে হিমশিম খেতে হয়। যার ফলে ২.৫-৩ মেগাওয়াট সোলার পাওয়ার স্থাপনের পরিকল্পনার প্রাথমিক অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি বিশেষজ্ঞরা জায়গা পরিদর্শন করে গেছেন। এটি স্থাপন হলে বিদ্যুতের লোডশেডিং অনেক কমে আসবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত