সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ১১ই সেপ্টেম্বর বিকালে এ তথ্য জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। এ সময় তিনি জানান,এসআই সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে ১০ই সেপ্টেম্বর সকালে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এর উপর চেকপোষ্ট করে যাত্রীবাহী বাসের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মোঃ রাকিব (১৯), কে ১৮ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পটুখালি গ্রামের মৃত রবিউল ইসলাম ছেলে। তার থেকে উদ্ধার হওয়া ফেন্সিডিল, মূল্য ৩৬ হাজার টাকারও বেশি । এর পূর্বে আরো ০১ টি মাদক মামলা রয়েছে। পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি