স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে মাল্টা বারি-১ চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০ জন কৃষক নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ শেষে চারা,সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় লেবু জাতীয় ফসল মাল্টা চাষ সম্প্রসারণের লক্ষ্যে গতকাল সোমবার ৩০জন চাষিকে নিয়ে ৩০ প্রদর্শনী করার লক্ষ্যে দিনব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষক ছিলেন, কৃষি কর্মকর্তা মো.,কামরুল হাসান। পরে বিকেলে ৩০টি প্রদর্শনীতে (৫,১০,২০,৩০ ও ৪০ শতক) ৩০ জন চাষিকে মোট ১৫৫০টি মাল্টা বারি-১ চারা ও প্রয়োজন অনুপাতে বার্মি কম্পোস্ট, ইউরিয়া , টিএসসি , এমওপি,জিপসাম এবং বালাই নাশক বিতরণ করা হয়েছে। চারা বিতরণে খাগড়াছড়ি জেলা কৃষি উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি