গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন ও ৫০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মোট ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ১০ই সেপ্টেম্বর দুপুরে এ তথ্য জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। এ সময় তিনি জনান, এসআই মাছরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ০৯ সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে খুলনা টু ঢাকাগামী হাইওয়ের উপর চেকপোষ্ট করে অটো রিক্সার যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ১। শ্রী রাজন হালদার (৩২), কে ৫ গ্রাম হিরোইনসহ আটক করে পুলিশ। সে রাজবাড়ি সদর এলাকার ভবদিয়া পশ্চিম পাড়া গ্রামের গজেন হালদার এর বড় ছেলে। তার থেকে উদ্ধার হওয়া হিরোইনের আনুমানিক মুল্য ৫০ পঞ্চাশ হাজার টাকার বেশি। তার বিরুদ্ধে পুর্বের আরো ০১ টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে ০৯ সেপ্টেম্বর রাতে গোয়ালন্দঘাট থানাধীন পূর্বপাড়া যৌনপল্লী খাজার গলি মজি ফকিরের বাড়ীর সামনে থেকে মাদক ব্যবসায়ী ১। মোঃ কাউছার (২৫), কে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ
আটক করে পুলিশ। সে নাটোর জেলার গুরুদাসপুর থানার কান্দাইল গ্রামের কাছু প্রামানিক এর ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের মুল্যঅনুমানিক ১৫ হাজার টাকা। এর পূর্বে আরো ০১ টি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে । পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিঊজ/রনি