কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের দাদী এবং কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের দাদী সখিনা বেগম (১১৫) বার্ধক্যজনিত কারণে শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার আসর বাদ তার নামাজে জানাজা শেষে কয়রা সদরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় অংশ নেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, জানাজা শেষে শোকাহত পরিবারের সদস্য খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. জাফর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, ইমাম পরিষদের সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক মাও.মাসুদুর রহমান, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, এ্যাড. আরাফাত হোসেন, নাসির উদ্দিন, জাকারিয়া হোসেন, আক্তারুল ইসলাম, শাহনুর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম,জেড এম হুমায়ুন কবির নিউটন, ছাত্রলীগ নেতা আলী ইমরান মুকুল, ইসমাঈল হোসেন, বেলাল হোসেল বিল্লু, সাদিক মাহমুদ প্রমূখ।