আতাউর রহমান তুহিন,স্টাফ রিপোর্টারঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশীর আংটিহারা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে জনসাধারণের মাঝে ৩ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সংগঠনের কার্যালয় চত্বরে জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি আহাদ আলী খান, সদস্য শাহ আলমগীর মিলন, আতিয়ার রহমান, শাহিনুর, মুকুল বিশ্বাস, সঞ্জয় মন্ডল, সবুজ খান, মোঃ আবু রায়হান খান, সাঈদ গাজী, আনিসুর, জুলকার নাইম প্রমুখ। গাছের চারা বিতরণ শেষে সংগঠনের সদস্যরা কার্যালয়ের আশেপাশের রাস্তার দুইপাশে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত