সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে চর দৌলতদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সভাস্থলে জমায়েত হয়। এক পর্যায়ে স্থান সংকুলন না হওয়ায় জনস্রোত বিদ্যালয় প্রাঙ্গন ছাড়িয়ে পুরো এলাকা ছড়িয়ে পড়ে।
সভায় গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা মহিলা যুবলীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো. শেখ মো. নিজাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ও রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জাহিদুল ইসলাম জাহিদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীকের মনোনয়ন দিবেন, তাকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে কাজ করার এবং এদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে অঙ্গীকার করেন তারা।