রিপন ওঝা,মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন অংশুমান দেবনাথ। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।
এ বিষয়ে প্রশংসামূলক মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথুই কার্বারী বলেন, মহালছড়ি থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান দেবনাথ শুধু নামে নয় কাজেও শ্রেষ্ঠত্বের ছাপ স্পষ্ট প্রতীয়মান। সত্যি তিনি অসাধারণ প্রতিভাবান একজন প্রধান শিক্ষক। অবশ্যই তার গুণকীর্তন গেয়ে শেষ করা যাবে না, তার তুলনা তিনি নিজেই। আশীর্বাদ করি মহালছড়ি উপজেলার শ্রেষ্ঠত্বের মুকুট যেন সবসময় তার উপরই থাকে।
উপজেলা প্রাথমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হয়েছেন মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু মহিউদ্দিন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মনোনীত হয়েছে প্রধান শিক্ষক ধনমনি চাকমা'র নেতৃত্বে মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি পূর্ণরতন চাকমা'র নেতৃত্বে যাদুগানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই প্রাপ্তিতে থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান দেবনাথ বলেন আমাকে ও আমার কর্মকে আরো গতিশীল করবে। আমার বিদ্যালয়ের জন্যে, আমার শিক্ষার্থীদের জন্যে ভালো কিছু করতে আমাকে আরো বেশি প্রেরণা যোগাবে। উপজেলা প্রশাসন, মহালছড়ি ও উপজেলা শিক্ষা অফিসের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত