• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান কাপ্তাই তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রাজস্থলী শিলছড়িতে আগুনে পুড়ে তিন বসতঘর ছাই রামগড় থানা পুলিশের অভিযানে  আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার গুইমারায় যুবলীগ নেতা আটক রাঙ্গামাটিতে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে তথ্যমেলা-২০২৫ সম্পন্ন ৩ দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন সারাদেশে ন্যায় বাঘাইছড়িতে বিএনপির সদস্য নবায়ন শুরু আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র দীঘিনালায় ছাত্র লীগের নেতা গ্রেপ্তার পদ্মায় ধরা পড়লো ২০ কেজির বাঘাইড় মাছ

ঢাবির ক্যাম্পাসের মোড়ে (টিএসসি) ঝড়ের মধ্যে গাছ ভেঙে পড়ে নিহত১ আহত ২

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ৩০১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানী শাহবাগ থানার টিএসসি তে গাছ ভেঙে পড়ে শফিকুল ইসলাম(৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় ওই রিক্সার যাত্রী ঢাবির শিক্ষার্থী ওয়াহিদা বিনতে রোকন এবং সাইফুল বারী প্রদীপ নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বুধবার(৭ সেপ্টেম্বর) পৌনে ছয়টার দিকে
ছাত্র শিক্ষক মিলনায়তন এর সামনের মেইন রোডের চায়ের দোকানের পাশে এই ঘটনাটি ঘটে। ‌পরে আহত অবস্থায় রিকশা চালককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের জরুরী বিভাগে চিকিৎসা চলছে

আহত ঢাবি শিক্ষার্থী ওয়াহিদা বলেন, যে রিক্সা চালক মারা গেছে আমি ওই রিক্সার যাত্রী ছিলাম।বৃষ্টির কারণে আমি পাশে দাঁড়িয়ে ছিলাম উনি রিক্সার উপরেই বসা ছিলেন। হঠাৎ উপর থেকে একটি গাছ ভেঙে ঐ রিক্সার উপরে পড়ে ওই চালক গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে শামসুন্নাহার হলে থাকি।

রিকশাচালক শফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান খান ফাহিম বলেন, বৃষ্টির কারণে আমরা পাশে টিএসসি তে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটি গাছ ভেঙে ঐ রিক্সা চালকের উপরে পড়ে। পরে আমরা বৃষ্টিতে ভিজে গাছের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে আনা হয়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিক্সা চালকের মোবাইল ফোন থেকে কল দেওয়া হলে তার ভাতিজা রায়হান খান বলেন, তিনি আমার চাচা হন তার নাম শফিকুল ইসলাম। তার বাড়ি শেরপুর জেলা সদর থানায় এলাকায়।

অপরদিকে আহত ব্যবসায়ী সাইফুল বাড়ি প্রদীপ জানান আমি কাপড়ের ব্যবসা করি। বৃষ্টির কারণে রিক্সা থেকে নেমে ওইখানে চা খাচ্ছিল ওই সময় এই ঘটনাটি ঘটে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে রিক্সা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট টানা পুলিশকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ