মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি
“নিরপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জলমহল, প্লাবন ভূমি, বর্ষার প্লাবিত ধান ক্ষেত সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে ২০২৩ -২৪ অর্থবছরে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।
পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ কর্মসূচী উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিস. মমতা আফরিন,জেলা মৎস্য অফিসার ড.আরিফ হোসেন,উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক,মহিলা ভাইস-চেয়ারম্যান মিস.হাসিনা আক্তার, উপজেলা মৎস্য অফিসার মোঃমনোয়ার হোসেন প্রমুখ।
এতে উপজেলার জলমহল, প্লাবন ভূমি, বর্ষার প্লাবিত ধান ক্ষেত সরকারি-বেসরকারি ২৫টি প্রতিষ্ঠানকে ২৫০ কেজি পোনা মাছ প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত