রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ২নং মুবাছড়ি চেঙ্গীসেতুর নিকট ব্রীজপাড়ার সদ্য নির্মিত ব্রীজের গোড়ায় সেগুন গাছের গুড়ি ভর্তি গাড়ি উল্টে নদীতে পড়ে যায় কিন্তু তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি ও গাড়ি চালক এবং হেলপারের কোন সমস্যা হয় নি।
মহালছড়ি পুলিশ থানা হতে ৫০০ মিটার সামনে গাছ ভর্তি ট্রাক (চট্র মেট্রো ট ১১-৯৯৪০) মনারটেক এলাকায় হতে আসার সময় ব্রিজ পাড়ে উঠতে গিয়ে ব্রেক ফেল করে গাছ ভর্তি ট্রাক উল্টে গিয়ে নিজে পারে যায়। উক্ত স্থানে সদ্য কাজের ইটসলিং একফুট গর্ত হয়ে যায়।
লাইসেন্স বিহীন ড্রাইভার নাম ও ঠিকানাঃ মোঃ নুর হোসেন (২২),পিতাঃ মোঃ জাহাঙ্গীর, গ্রামঃ অলিপুর, পোস্ট/থানাঃ ভুজপুর, জেলাঃ চট্টগ্রাম।
গাছের মালিকের নাম ও ঠিকানাঃ নামঃ ইসমাইল হোসেন(৫০),গ্রামঃ চট্রগ্রাম পাড়া, পোস্ট/থানাঃ মহালছড়ি, জেলাঃ খাগড়াছড়ি।
উক্ত ঘটনায় মমং মারমা জানান যে, সদ্য নির্মিত ব্রীজের ও সড়কের উভয়পাশে প্রতিদিন স্থানীয় জনগণের ঝুপড়ির ভিতর ও খোলা আকাশের নিচে পালিত গৃহপালিত পশু গরু বেধেঁ রাখা হয়। আজকে ভাগ্য ভালো যে, আজ উভয়পাশে গরু বাঁধা ছিল না। এমনকি কিছু তরুন মোবাইল গেম খেলতে বসতো, আজ বসে নি। তাই তেমন মৃত্যুজনিত দূর্ঘটনা ঘটে নি। চেঙ্গীব্রীজে ঘুরতে আসা জনগণের গৃহপালিত গরুর পায়খানার গন্ধে দাঁড়িয়ে থাকতে পারা যায় না। তাই উক্ত স্থান হতে গরু সরানোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত