বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) জোন কর্তৃক পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীদের মাঝে গৃহ নির্মাণ-সংস্কারের জন্য ঢেউটিন ও চিকিৎসা-বকেয়া বেতন পরিশোধের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জোন আওতাধীন পাহাড়ি ও বাঙ্গালী ০৪ টি পরিবারকে গৃহ মেরামত/পুনঃ নির্মাণের জন্য আনুমানিক ৪৪,৮০০/-(চুয়াল্লিশ হাজার আটশত) টাকা মূল্যের ১০ বান ঢেউটিন এবং ০৩নং আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া গ্রামের মোঃ নওয়াব আলীকে চিকিৎসার জন্য ৫,০০০ (পাঁচ হাজার) টাকা কলাবুনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার জন্য ১০০ ওয়াট এর ০১ টি সোলার ব্যাটারি ও একজন গরীব মাদ্রাসা ছাত্রকে বকেয়া বেতন পরিশোধ বাবদ ৭,৫০০ (সাত হাজার পাঁচ শত) টাকা অনুদান প্রদান করা হয়।
বরকল ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্নেল মো শামসুল আলম জানান, দায়িত্বপূর্ণ এলাকার আপামর জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এর ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) নিরলস কাজ করে আসছে। এটি একটি মহৎ উদ্যোগ, যা স্থানীয় জনগণের মধ্যে আস্থা বিশ্বাস অর্জনের প্রতীক হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে বরকল জোন কর্তৃক আরও এ ধরণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত