সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ(রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের দক্ষিণ কোরিয়া ও ঢাকা অফিসের ৩ সদস্য বিশিষ্ট দল কেকেএস ও এমএমএস কতৃক পরিচালিত শিক্ষা, চিকিৎসা এবং সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন।
উল্লেখ্য আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস, এমএমএস দৌলতদিয়ার পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করণে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সেভ দ্য চিলড্রেনের দক্ষিণ কোরিয়া এবং ঢাকা অফিসের ৩ সদস্য বিশিষ্ট টিম দৌলতদিতয়ায় অবস্থিত কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস ও এমএমএস কর্তৃক পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি ইউন, সেভ দ্য চিলড্রেন ঢাকার সিনিয়র ম্যানেজার নাজমুল হোসেন, প্রজেক্ট ডিরেক্টর শাহিন ইসলাম, কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সেভ দ্য চিলড্রেন রাজবাড়ীর ম্যানেজার সাইফুল ইসলাম খান , টেকনিক্যাল স্পেশালিস্ট ফিরোজা খাতুন, কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন প্রমুখ।
পরিদর্শনকৃত টিমের সদস্যরা প্রথমে কেকেএস নির্বাহী পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিভিসিইপি প্রকল্পের প্রাক প্রাথমিক কার্যক্রম, এমএমএস পরিচালিত ইসিসিডি কার্যক্রম, কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিউনিটিতে ৪র্থ শ্রেণির একটা রিমেডিয়াল সেশন পরিদর্শন করেন।
এরপর পরিদর্শনকারী কর্মকর্তাবৃন্দ বিকেলে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ও দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লী পরিদর্শন করেন। সেখানে কেকেএস পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম দেখে অনেক খুশি হন এবং সেই সাথে ব্রোথেলের মায়েদের অভাব অনটনের কথা শুনে দুঃখ প্রকাশ করেন।