আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষনা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩০জনকে চারা,সার ও কীটনাশক বিতরণ ও অপর ৩০ জনকে কাজুবাদাম ও কফি চাষ উদ্ভুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চার অর্থবছরে (২০২০-২০২৪) কাজুবাদাম চাষে ৪২ জন কৃষকের মাঝে ৫হাজার ৫শত ৪০টি চারা এবং কফি চাষে ২৮জন কৃষকের মাঝে ৭ হাজার ৫টি কফি চারা বিতরণের পাশাপাশি রসায়নিক সার, ওষধ বালাই নাশক (কীটনাশক) ও বাগান পরিচর্চায় নগদ টাকা বিতরণ করা হয়।
এরই অংশ হিসেবে ৩ আগস্ট রোববার ২০২৩-২৪ অর্থবছরে ৬০জন কৃষককে দিনব্যাপি প্রশিক্ষণ শেষে ৩০ জনের মাঝে প্রতি কৃষককে(কফি চাষে) বার্মি কম্পোস্ট ১৬০ কেজি, ইউরিয়া ৩৫ কেজি, টিএসসি ২৫ কেজি, এমওপি ২৫, জিপসাম ২০ কেজি এবং বালাই নাশক হিসেবে কট, ডিপার, এমপুজিম, একামাইট এবং বাগান সৃজন ও পরিচর্চায় (শ্রমিক) বাবদ সাড়ে ১৭শ টাকা। আর কাজুবাদাম চাষে প্রতি কৃষক বার্মি কম্পোস্ট ২০০ কেজি, ইউরিয়া ৭৫ কেজি, টিএসসি ৩৫ কেজি, এমওপি ৩৫ কেজি, জিপ সাম ২০ কেজি এবং বালাই নাশক হিসেবে কট, ডিপার, এমপুজিম, একামাইট এবং বাগান পরিচর্চা ও শ্রমিক বাবদ সাড়ে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষি উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার। প্রশিক্ষক ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বাছিরুল আলম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত