বান্দরবানের লামা পৌরসভায় বাড়ির পাশের পুকুরে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোঃ আরাফ। আজ শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌরসভার ৮নং ওয়ার্ড ছাগলখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুর মৃত্যু নিশ্চিত করে।
শিশুটির দাদা ফজলুল হক বলেন, আমার ছেলের বউ চট্টগ্রাম যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আরাফ কে কাপড়চোপড় পড়িয়ে তার মা রেডি হচ্ছিল। তখন ঘরের সবার অগোচরে বাচ্চাটি খেলতে খেলতে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত আরাফ কে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমার ছেলে মোঃ মাসুদ দুই মাস আগে মালয়েশিয়া যায়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, শিশুটির পরিবারের কারো অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে দাফন কাপনের জন্য বলা হয়েছে। বাদে এশা শিশুটি দাফন করা হয়েছে।
আরাফ লামা পৌরসভার ছাগলখাইয়া গ্রামের ফজলুল হক এর ছেলে মোঃ মাসুদের ছেলে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত