মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
----------------
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান (এনডিসি) বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলা যাওয়ার ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়ার সংযোগ সড়কের পরিদর্শন করেন। শনিবার (২ সেপ্টেম্বর) পার্বত্য সচিব পরিদর্শন করে ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়ার সড়কের নির্মানের আগামীতে টেকসই উন্নয়ন বাস্তবায়নের কাজ করা পরামর্শ প্রদান করেন।
পরিদর্শন শেষে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিবিময় করেন। সভায় উপজেলা বিভিন্ন সার্বিক কার্যক্রম ব্যাপারে খোঁজ খবর নেন তিনি।
মতবিনিময় সভায় ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপজেলায় একমাত্র জনপ্রিয় পর্যটন স্পট দেবতকখুম বন্ধ থাকার ২শত জনের অধিক পর্যটক গাইড বেকার পড়েছে। বাণিজ্যিক ভাবে এলাকার ক্ষতিগ্রস্ত ও পর্যটনটি দ্রুত খোলার বিষয়ে পার্বত্য সচিবকে জানান। সচিব বান্দরবান জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
ইতিপূর্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়াধীন উন্নয়ন বোর্ডে পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রকল্প আওতায় ওয়াগই পাড়াস্থ পাড়া কেন্দ্রে কর্মকর্তা কর্তৃক পাড়াকর্মী ও কোমলমতি শিশুদের সাথে পার্বত্য সচিব শুভেচ্ছ বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, উপসচিব মোহাম্মদ হারুন অর-রশীদ, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি নির্বাহী কর্মকর্তা মো. খোশেদ আলম চৌধুরী, রোয়াংছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার এমএম ইয়াসিন আজিজ, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী মো.আবু বিন মোহাম্ম ইয়াছির আরাফাত, বান্দরবান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান সহ প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত