খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)" কর্তৃক আজ ১৯ মে (বুধবার) দুপুর ১২ ঘটিকায় প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) অফিস সংলগ্ন অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচিতে চ্যানের 24 এর রিপোর্টার নুরুচ্ছাফা মানিক এর সঞ্চালনায় খাগড়াছড়ি ইউনিয়ন সাংবাদিক (কেইউজে) এর সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রায় উপজেলা প্রেসক্লাব সভাপতি/সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, প্রতিষ্ঠাতাকালীন সাবেক সভাপতি মোঃ নুরুল আজম, একুশে টিভির জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা,আলোকিত পাহাড় এর প্রকাশক সাংবাদিক মোহাম্মদ সাজু,৭১ চ্যানেল এর রিপোর্টার রুপায়ন তালুকদার,টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেট এর জেলা রিপোর্টার সমির মল্লিক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিল্টন চাকমা ও সিনিয়র সদস্য মোঃ শাহাদাৎ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিতিতের মাধ্যমে প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতা সহ দেশ ও জাতির জন্য হুমকি।
আজকের মহতী উদ্যোগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সংহতি প্রকাশ করে,পক্ষে দপ্তর বিষয়ক সম্পাদক চন্দন দে বক্তব্য রাখেন।
তাই প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত