মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা (যশোর)
যশোরের শার্শায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় সাহিদ হোসেন (১৯) নামে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার তে-বাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। তারা দু'জনই কাশিপুর কলেজের মেধাবী শিক্ষার্থী।
নিহত নাহিদ হোসেন কাশিপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে এবং আহত সাহিদ হোসেন শিববাস গ্রামের বিপুল হোসেনের ছেলে।
নিহত নাহিদ হোসেনের পরিবার সূত্রে জানা যায়, সকালে এইসএসসি পরিক্ষা দেওয়ার জন্য নাহিদ ও সাহিদ দুই বন্ধু এক সাথে মোটরসাইকেলে পরীক্ষা দেওয়ার জন্য বের হয়। পরীক্ষা দিয়ে একই সাথে তারা ফিরে আসছিলো। প্রতিমধ্যে তে-বাড়িয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই একটি প্রাচীরে ধাক্কা খায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার লক্ষিন্দার কুমার দে জানান, নাহিদ হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সাহিদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত