আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হিলস হোপ একাডেমির আয়োজনে এবং প্রবাসী মো.ইমরান হোসেন ইমনের অর্থায়নে আন্তঃ উপজেলা ফুটলাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় আর্দশ গুচ্ছগ্রাম ২-১ গোলে রাজপাড়া জুনিয়র একাদশকে পরাজিত করেন৷ খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, প্রবীণ ক্রীড়াবিদ মো. হারুন উর রশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, একতা যুব সংঘের সভাপতি এসএম নাছির উদ্দীন, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মো. ইসমাইল হোসেন, মো. রবিউল হোসেন ও আয়োজক কমিটির প্রতিনিধি মো. রেজাউল করিম সোহেল প্রমূখ।
খেলায় সেরা খেলোয়াড়, সেরা গোল্ডকিপার ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিতরা( আদর্শ গুচ্ছগ্রাম একাদশ) ৫০০০ টাকা হারে এবং চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানারআপ দলকে ৮ হাজার টাকা পুরস্কৃত করা হয়। এছাড়াও খেলার ট্রপি, পুরস্কারসহ খেলার ব্যয় নির্বাহ করেন উপজেলার কৃতি খেলোয়াড় দুবাই প্রবাসী মো. ইমরান হোসেন ইমন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত