ফাতেমা বেগম সেদিন রান্নাঘরে দীর্ঘক্ষণ বসে কাজ করেন। কিন্তু কাজ শেষে দাঁড়াতে গিয়ে দেখেন, পায়ে ঝিঁঝিঁ ধরেছে। কোনোভাবেই দাঁড়াতে পারছেন না। হাত বা পায়ে ঝিঁঝিঁ ধরা বিষয়টি মোটামুটি আমাদের সবাই কাছে পরিচিত একটি নাম। সাধারণত পা বা হাতের ওপর দীর্ঘসময় চাপ পড়ে সাময়িক যে অসাড়তা অনুভূত তৈরি হয় তাকে ঝিঁ ঝিঁ ধরা বলে হয়।
আমাদের দেহের স্নায়ুগুলো মস্তিষ্ক ও দেহের অন্যান্য অংশে তথ্য আদান–প্রদান করে। স্নায়ুতে চাপ পড়লে তথ্য মস্তিষ্কে পৌঁছাতে পারে না। এতে দেহের রক্ত চলাচলকারী শিরার ওপর চাপ পড়ায় ব্যাহত হয় রক্ত চলাচল। ফলে ঝিঁ ঝিঁ ধরে।
যা করবেন:---
১. পায়ে ঝিঁ ঝিঁ ধরলে পায়ের ওপর পা তুলে বসে থাকুন। অথবা আস্তে আস্তে হাঁটার চেষ্টা করুন। হাঁটাহাঁটি বা নড়াচড়া করলে শরীরে রক্তপ্রবাহ বাড়বে। এতে ঝিঁ ঝিঁ ধরার কারণে যে অস্বস্তিকর বিষয় হয় তা একপর্যায়ে কমে যাবে।
২. আবার হাতে ঝিঁ ঝিঁ ধরলে হাতকে একবার মুষ্টিবদ্ধ করুন আবার খুলুন। এ প্রক্রিয়াটি কিছুক্ষণ সময় নিয়ে করতে থাকুন। এর ফলে রক্তপ্রবাহ বাড়বে ও স্নায়ুগুলো শান্ত হবে।
৩. পায়ে ঝিঁ ঝিঁ ধরলে পায়ের আঙুলগুলো ওপর-নিচ করে নাড়াচাড়া করুন। এতে কিছুটা হলেও উপকার পেতে পারেন।
৪. হাতের বাহুতে ঝিঁ ঝিঁ ধরলে মাথা একপাশ থেকে আরেক পাশে ঘোরানোর চেষ্টা করুন। তবে এ কাজটা করতে হবে আস্তে আস্তে। এতে ঘাড়ের স্নায়ুগুলো থেকে চাপ কমে যাবে। ফলে অস্বস্তিকর অনুভূতি উধাও হয়ে যাবে।
৫. সাধারণত হাত- পায়ের ঝিঁ ঝিঁ ধরা অনূভুতি কিছুক্ষণের মধ্যেই চলে যায়। তবে দীর্ঘসময় ধরে এই সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত