পোষা একটি টিয়া পাখিকে হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীকে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে এক ব্যক্তির আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে হত্যা করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত দুই নারী হলেন দেশটির কার্লাইল শহরের বাসিন্দা নিকোলা ব্র্যাডলি (৩৫) এবং ট্রেসি ডিক্সন (৪৭)। আদালতের রায় অনুসারে, মারার আগে টিয়াটিকে পরিষ্কার করার স্প্রে দেওয়া হয়েছিল। পরে পাখিটির ঘাড় ভেঙে ফেলা হয়। বিচারকের ভাষ্য অনুযায়ী, দুই নারীর নিষ্ঠুরতা ছিল সীমার বাইরে। তাঁদের উভয়কে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উভয় নারী প্রথমে তাঁদের অপরাধ অস্বীকার করেন। তবে বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি তাঁদের অনির্দিষ্টকালের জন্য প্রাণী পোষা নিষিদ্ধ করা হয়েছে। টিয়ার মালিক পল ক্রুকস আদালতকে বলেছেন, ঘটনার পর তিনি উদ্বীগ্ন, প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যায় ভুগছেন।
ক্রুকসের মতে, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩০ জুলাই। সেদিন রাতের বেলা তিনি ওই মাতাল নারীদের তাঁর বাড়িতে ‘লিফট’ দিয়েছিলেন। পরে তিনি কেনাকাটা করতে বাড়ি থেকে বের হন এবং ফেরার পরে দেখতে পান টিয়ার মাথা খাঁচার বাইরে ঝুলছে।
ক্রুকস আরও বলেন, টিয়াটি তাঁর বন্ধুদের কাছে জাতীয় সঙ্গীত এবং টিভি সোপ থিম টিউন গাওয়ার জন্য জনপ্রিয় ছিল।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত