• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

টিয়া পাখির খুনী দুই নারীর ২৫ মাসের জেল

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ৪৬৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

পোষা একটি টিয়া পাখিকে হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীকে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে এক ব্যক্তির আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে হত্যা করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত দুই নারী হলেন দেশটির কার্লাইল শহরের বাসিন্দা নিকোলা ব্র্যাডলি (৩৫) এবং ট্রেসি ডিক্সন (৪৭)। আদালতের রায় অনুসারে, মারার আগে টিয়াটিকে পরিষ্কার করার স্প্রে দেওয়া হয়েছিল। পরে পাখিটির ঘাড় ভেঙে ফেলা হয়। বিচারকের ভাষ্য অনুযায়ী, দুই নারীর নিষ্ঠুরতা ছিল সীমার বাইরে। তাঁদের উভয়কে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উভয় নারী প্রথমে তাঁদের অপরাধ অস্বীকার করেন। তবে বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি তাঁদের অনির্দিষ্টকালের জন্য প্রাণী পোষা নিষিদ্ধ করা হয়েছে। টিয়ার মালিক পল ক্রুকস আদালতকে বলেছেন, ঘটনার পর তিনি উদ্বীগ্ন, প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যায় ভুগছেন।

ক্রুকসের মতে, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩০ জুলাই। সেদিন রাতের বেলা তিনি ওই মাতাল নারীদের তাঁর বাড়িতে ‘লিফট’ দিয়েছিলেন। পরে তিনি কেনাকাটা করতে বাড়ি থেকে বের হন এবং ফেরার পরে দেখতে পান টিয়ার মাথা খাঁচার বাইরে ঝুলছে।

ক্রুকস আরও বলেন, টিয়াটি তাঁর বন্ধুদের কাছে জাতীয় সঙ্গীত এবং টিভি সোপ থিম টিউন গাওয়ার জন্য জনপ্রিয় ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ