রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে জসিম উদ্দিন (৫৬) নামে অচেতন অবস্থায় পড়ে থাকা এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, সংবাদ পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি।পরে সচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ভর্তি দেয়া হয়।তার সঙ্গে পাসপোর্ট ও ৩০০ টাকা ছাড়া আর কিছু পাওয়া যায়নি। আমরা ধারণা করছি ঢাকায় আসার পথে গাড়িতে প্রতারক চক্ররা খাবারের সাথে কোন কিছু মিশিয়ে তাকে খাইয়ে তার কাছে থাকা অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।
তিনি জানান, তার পাসপোর্ট ও ভিসা থেকে জানা গেছে, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে আসার পর তিনি আজ আবার ওমান যাচ্ছিলেন। আজই তার বিমানের ফ্লাইট।সে সম্পূর্ণ সুস্থ হলে জানাজাবে প্রতারক চক্ররা কি পরিমান জিনিসপত্র নিয়ে গেছে তার কাছ থেকে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত