ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশে বায়তুন নাজাত মসজিদের চতুর্থ তলার একটি কক্ষে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (৩০আগষ্ট) দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে দ্রুত নিয়ন্ত্রণে আনে আগুন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মসজিদের চারতলার একটি রুমে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওই কক্ষে থাকা মো জাহিদ জানান,আমিসহ আরো কয়েকজন মসজিদের চতুর্থ তলার ঐ কক্ষটিতে থাকি।পেশায় আমি একজন বিকাশ এজেন্সির এজেন্টার । মসজিদের গেটের পাশেই আমার একটি ছোট্ট দোকান রয়েছে। আমি অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত উপরে যাই। কিছুক্ষনের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাণহানির কোন ঘটনা না ঘটলেও প্রায় ২ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানান জাহিদ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত