রাজধানীর ভাটারায় নতুন বাজার এলাকাতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের সময় আগুন ধরে যাওয়ায় নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে "ক্যাফে ফোর স্টার" নামে ওই রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ওই রেস্টুরেন্টের বাবুর্চি তরিকুল ইসলাম তারেক (৩৯) তার সহকারি মো. হারিস (২৬) এবং নারী সহকর্মী খাদিজা বেগম (৪৫) ও রহিমা বেগম (৩৫)।
সহকর্মী ওয়েটার মো. বাবলু হাওলাদার জানান, রাত থেকেই তারা রেস্টুরেন্টে খাবার রান্না করছিলেন। তবে গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। এ খবর জানানো হলে সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মিস্ত্রি এসে সিলিন্ডারের গ্যাস লাইন মেরামতের কাজ করছিলেন। তখনই গ্যাসের অতিরিক্ত চাপে চুলার অংশে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। তখন চুলার পাশে থাকা বাবুর্চি তার সহকারি এবং দুই নারী সহকর্মী দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোঃ তরিকুল ইসলাম জানান,ভাটারার নতুন বাজার থেকে অগ্নিদগ্ধ হয়ে চারজন আমাদের এখানে এসেছে।তাদের চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধরা হলেন মো. হারিস দগ্ধ ১২%, তরিকুল ইসলাম তারেক দগ্ধ ৭%,খাদিজা বেগম ৩% এবং রহিমা বেগম ৩%,তাদের মধ্যে দগ্ধ তেমন বেশি না থাকায় খাদিজা ও রহিমাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।হারিস ও তারেক কে অবজারভেশনে রাখা হয়েছে।তাদের সবার অবস্থা সংকামুক্ত বলে জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত