রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে উদ্ভুদ্ধ পরিস্থিতি নিরশনে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মা ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুলতান আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি) প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, উপজাতি নেতা অলংগ চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ।
এসময় করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ধর্ষন মামলা আসামি হয়ে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও দশলক্ষ টাকা জরিমানা করেছেন। এ মামলার আসামি প্রধান শিক্ষক আব্দুর রহিম উচ্চ আদালত আপিল করে জামিনে আসলে উপজাতীয়রা লংগদু, রাঙ্গামাটি সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন করে।এমতাবস্থায় উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এ মত বিনিময় সভার আয়োজন করেন।
এতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এসব সিদ্ধান্ত গ্রহনে সন্তুষ্ট হয়ে আন্দোলনকারীরা তাদের পরবর্তী সকল কর্মসুচী স্থগিত করবে বলে আশ্বস্ত করেন আন্দোলনকারী অভিভাবক বৃন্দ।
উল্লেখ্য যে গত ২০২০সালে বিদ্যালয়ের এক সাবেক উপজাতি ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা করেন ও ছাত্রীর মা।
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বর্তমানে উচ্চ আদালত থেকে তিন মাসের অন্তরবর্তী কালীন জামিনে আছেন।
তাকে স্থায়ী বহিষ্কার ও নিম্ন আদালতের রায় বহাল রাখার দাবিতে উপজাতীয় শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসুচী দিয়ে আসছিল। তারই পেক্ষিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত