• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

লংগদুতে করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় মা ও অভিভাবক সমাবেশ

মো: আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি) / ২০৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে উদ্ভুদ্ধ পরিস্থিতি নিরশনে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মা ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুলতান আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি) প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, উপজাতি নেতা অলংগ চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ।

এসময় করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ধর্ষন মামলা আসামি হয়ে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও দশলক্ষ টাকা জরিমানা করেছেন। এ মামলার আসামি প্রধান শিক্ষক আব্দুর রহিম উচ্চ আদালত আপিল করে জামিনে আসলে উপজাতীয়রা লংগদু, রাঙ্গামাটি সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন করে।এমতাবস্থায় উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এ মত বিনিময় সভার আয়োজন করেন।
এতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এসব সিদ্ধান্ত গ্রহনে সন্তুষ্ট হয়ে আন্দোলনকারীরা তাদের পরবর্তী সকল কর্মসুচী স্থগিত করবে বলে আশ্বস্ত করেন আন্দোলনকারী অভিভাবক বৃন্দ।
উল্লেখ্য যে গত ২০২০সালে বিদ্যালয়ের এক সাবেক উপজাতি ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা করেন ও ছাত্রীর মা।
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বর্তমানে উচ্চ আদালত থেকে তিন মাসের অন্তরবর্তী কালীন জামিনে আছেন।
তাকে স্থায়ী বহিষ্কার ও নিম্ন আদালতের রায় বহাল রাখার দাবিতে উপজাতীয় শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসুচী দিয়ে আসছিল। তারই পেক্ষিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ