নানা বিতর্কিত কারণে বরাবরই সমালোচিত বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সম্প্রতি তিনি সমালোচনায় আছেন স্বামী আদিলের সঙ্গে দাম্পত্য কলহে। স্বামীও জেল থেকে ছাড়া পেতেই তাঁর ওপর একের পর এক অভিযোগ তুলেছেন। পাল্টা অভিযোগের পাহাড় এনেছেন রাখিও।
এবার মক্কায় উমরাহ করতে গিয়ে স্বামীর বিরুদ্ধে সৃষ্টিকর্তার কাছে বিচার দিলেন এই তারকা। জীবনের প্রথম গেছেন উমরাহতে। গিয়েই হাউমাউ করে কেঁদে ভাসালেন। একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে পবিত্র কাবাঘরকে স্বাক্ষী রেখে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, ‘আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা নিয়ে এসেছি, আমায় বিচার দিন।’
রাখির ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। অনেকে বলেছিলেন, সবই লোকদেখানো। এখন বিয়ে ভেঙে গেলেও এখনও রাখি বিভিন্ন জায়গায় বলেন, তিনি আল্লাহর কাছেই প্রার্থনা করেন। এবার মক্কায় গিয়ে জীবনের যাবতীয় অশান্তি কাটানোর চেষ্টা করছেন অভিনেত্রী। গত ২৫ আগস্ট সৌদি আরব গিয়েছেন রাখি।
অন্যদিকে, আদিলকে বিয়ে করে ইসলাম গ্রহণ করেন এই অভিনেত্রী। নিজের নাম বদলে রাখেন ফাতিমা। যদিও স্বামীর সঙ্গে যখন ঝামেলা চলছে সেই সময় জানান তাঁকে নাকি জোর করেই ধর্ম পরিবর্তন করিয়েছেন আদিল। এখন স্বামীর সঙ্গে সম্পর্ক নেই। তবে ইসলাম ধর্মালম্বীদের নিয়মকানুন মানতে বিচ্যুত হননি রাখি।
গত সপ্তাহেই স্বামীর বিরুদ্ধে একগাদা অভিযোগ করেছেন। জানিয়েছেন, আদিলের কারণে তাঁর গর্ভপাত হয়েছে। এমনকি হানিমুনের নগ্ন ছবি নীল দুনিয়ায় আদিল বিক্রি করেছেন, এমন মন্তব্যও করেছেন রাখি।
এদিকে তার স্বামী আদিলের অভিযোগ—প্রচারে থাকার জন্য যেকোনো পর্যায়ে নামতে পারেন রাখি।