ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলার চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২ অক্টোবর ধার্য করেছেন আদালত।
শুনানি শেষে আজ সোমবার সকালে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মো. মঞ্জুরুল ইমামের আদালত এই তারিখ ধার্য করেন।
এদিন মামলাটির চার্জশুনানির জন্য দিন ধার্য ছিলো। এজন্য সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তবে তাঁর পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য আবেদন করেন। এছাড়া তাঁর স্থায়ী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আগামী ধার্য তারিখ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।
সম্রাটের পক্ষের আইনজীবী এহেসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ২২ আগস্ট দুদকের মামলায় ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক সম্রাটের জামিন মঞ্জুর করেন। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। বর্তমানে সকল মামলায় তিনি জামিনে রয়েছেন।
জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত