শাহীন আহমেদ রাজ, সাভার
রাজধানী ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলের পরিচ্ছন্নতা কর্মী (আয়াকে) মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।
রোববার সকালে সাভারের মজিদপুর এলাকায় একটি স্কুলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
মারধরের শিকার মোসা. আম্মাজান (৬০) মজিদপুর এলাকার দ্বীপ মডেল স্কুলের পরিচ্ছন্নতা কর্মী (আয়া) হিসেবে কর্মরত। আর অভিযুক্ত ওই যুবদল নেতার নাম মো. সোহেল (৪০) তিনি সাভারের মজিদপুর এলাকার মৃত হেলালের ছেলে।
অভিযোগ পত্র সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে বাচ্চাদের খেলা নিয়ে বিবাদ হলে ভুক্তভোগী আম্মাজানের মেয়ে লিপি সুলতানা (২৬) কে মারধর করে ওই দম্পতি। পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের হস্তক্ষেপে সমাধান হলেও আজ সকালে ভুক্তভোগী আম্মাজান স্কুলে পরিচ্ছন্নতার কাজে গেলে অভিযুক্তরা তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এসময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় তাকে উদ্ধার করতে আসলে স্কুলের অধ্যক্ষের শ্বশুর মো. কাইয়ুমকেও মারধর করে তারা। পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
হামলা ও মারধরের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সোহেল বলেন, আমার বউ এর সাথে মারামারি হয়েছে আমি মারধর করি নাই।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক হাসান সিকদার বলেন, মারধরের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত