কিছুদিন আগেই আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োর সঙ্গে দেড় মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জামাল ভূঁইয়া। লাতিন আমেরিকার দেশটির তৃতীয় বিভাগের লিগে রোববার ক্লাবটির হয়ে অভিষেক হওয়ার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই অধিনায়কের।
তবে এক দেশের খেলোয়াড় অন্য দেশের লিগ খেলতে গেলে আন্তর্জাতিক ছাড়পত্র প্রয়োজন হয়। এজন্য লিওনেল মেসিদের দেশে জামালের খেলা নিয়ে কিছুটা জটিলতা ছিল। অবশেষে বিদেশে খেলাড় সে ছাড়পত্রও পেয়ে গেলেন ৩৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জামালকে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োতে খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে গত বৃহস্পতিবার রাতে আর্জেন্টাইন ক্লাবটি বাফুফের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত