ভারতের তামিলনাড়ুর মাদুরাই রেল স্টেশনে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতের দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, বগিতে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বগিতে থাকা যাত্রীরা উত্তর প্রদেশের লখনউ থেকে আসছিলেন।
বগিতে থাকা ১০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা। তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও রেলওয়ে কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
দক্ষিণ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলেছে, আজ শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ৭টা ১৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এটি একটি প্রাইভেট পার্টি কোচ ছিল। পুনালুর-মাদুরাই এক্সপ্রেস নামের ট্রেনটি নাগেরকয়েল জংশনে সংযুক্ত ছিল। প্রাইভেট পার্টি কোচের যাত্রীরা অবৈধভাবে পাচার করা গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। সেখান থেকেই আগুন লাগে।
ট্রেনটি গত ১৭ আগস্ট লখনৌ থেকে যাত্রা শুরু করেছিল। আগামীকাল এটি চেন্নাইতে পৌঁছার কথা ছিল বলেও বিবৃতিতে বলা হয়েছে।