হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলী খান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুলতান আহমেদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাচালং কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সানি দেব, যুব মহিলা লীগের সভাপতি মনিরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছের, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, রাঙ্গমাটি জেলা আওয়ামীলীগের সদস্য পদ্মাদেবী চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে স্বাধীনতা এনে দিয়েছেন এবং দেশকে বিশ্বের বুকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা শুরু করেছেন মাত্র তখনই একদল ষড়যন্ত্র কারীরা বঙ্গবন্ধুকে ৭৫ সালের ১৫ আগষ্ট স্ব পরিবারে নির্মমভাবে হত্যা করে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো তারা ভেবেছিলো বঙ্গবন্ধু নিহত মানে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা বুঝতে পারে নাই জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশী শক্তিশালী।
উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতার তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রাঙ্গামাটি জেলায় ছড়িয়ে দিচ্ছেন দীপংকর তালুকদার এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো তাকে নির্বাচিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত