আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার "মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রী কলেজ" কেন্দ্রে এবার চার কলেজের ১২৬৯জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে নিয়মিত ১০২৭ জন ও অনিয়মিত ২৪২ জন।
এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক(জীব বিজ্ঞান) মো. দৌলত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান এই কেন্দ্রে মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, গুইমারা উপজেলার চারটি কলেজের মোট ১২৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নিয়মিত ১০২৭ ও অনিয়মিত ২৪২ জন। এর মধ্যে মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের নিয়মিত ৭৫২ জন ও অনিয়মিত ১৯৬ জন। আইডিয়াল কলেজের নিয়মিত ৩৫জন। লক্ষ্মীছড়ি সরকারি কলেজের নিয়মিত ১৬৯ ও অনিয়মিত ২২ জন। গুইমারা সরকারি কলেজের নিয়মিত ৩১৩ ও অনিয়মিত ২৪ জন।
এদিকে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী পরীক্ষা কেন্দ্রের আশপাশে পরীক্ষা চলাকালীন সময়ের জন্য সভা, সমাবেশ নিষিদ্ধ ও ফটোকপি, কম্পিউটার দোকান বন্ধ রাখায় বিষয়ে ১৪৪ ধারা জারি করেছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত