নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন, সবুজ মিয়া, আল আমিন,আল আমিন মিয়া, আরিয়ান, রাজু আহমেদ, আওয়াল মুন্সী ও মাইক্রোবাসের চালক নাসির হোসেন। তাঁরা সাভার ইপিজেড এলাকার এসবি নিটিং নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও দুজন। আহত বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন,
মিথুন প্রমানিক (৩১),পারভেজ (৩০),সাকি(৩০) এবং দোয়েল(২৮).
ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উপপরিদর্শক আবুল খায়ের।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত