মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড সমূহের অগ্রগতি,সাফল্য ও অর্জন বিষয়ে জন সম্পৃক্ততার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল পাড়া কেন্দ্রে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরের রামগড় তথ্য অফিসের আয়োজনে মানিকছড়ি বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল পাড়া কেন্দ্রে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকে সহকারী তথ্য অফিসার মো.বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে সরকারের সাফল্য, উন্নয়ন কর্মকান্ড এবং গুজব, বাল্যবিবাহ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর এর পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার।
এসময় আরো বক্তব্য রাখেন, বাটনাতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য বিলকিস আক্তার,পাড়া কর্মী আমেনা বেগম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের গৃহীত কর্মসূচির সাথে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র "বাঙালির কালোরাত" প্রদর্শন এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত