সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদকবিরোধী সফল অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও দুইটি মোবাইলসহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
২৩ই আগস্ট (বুধবার) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার।
আটকৃত আসামি হলো, খুলনা জেলার সোনাডাঙ্গা থানার, হাজী তমিজ উদ্দিন লিংক সড়ক বানরগাতী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে, মোঃ মনির (৩৫)
পুলিশ সূত্রে জানা গেছে, ২২ আগস্ট, ২০২৩, ১৩.৩৫ ঘটিকা সময় গোয়ালন্দঘাট থানাধীন বাংলাদেশ হ্যাচারী নামক মুরগীর ফার্মের সামনে চেকপোষ্ট করে যাত্রীবাহী বাস হতে যাত্রীবেশী মাদকব্যবসায়ী ১। মোঃ মনিরের থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল, মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও দুইটি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি