মোঃ জুবাইরুল ইসলাম, চকরিয়া
ফাঁসিয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়াস্থ ফাঁসিয়াখালী রেঞ্জের সদর বনবিটের অধীন বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা একটি স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।
বুধবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ছাইরাখালী এলাকাতে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে সংশ্লিষ্ট বনবিট কর্মকর্তাসহ রেঞ্জ কার্যালয় ও বনবিটে কর্মরত ফরেস্ট গার্ড, হেডম্যান ও কয়েকজন ভিলেজার এ অভিযানে অংশ নেন।
এবিষয়ে রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন এই প্রতিবেদককে জানান, ফাঁসিয়াখালী বনভূমির দক্ষিণ ছাইরাখালী ছিরাপাহাড় নামক এলাকায় অবৈধভাবে একটি ঘর নির্মাণ করার খবর পাওয়া যায়। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়। ঘরটি নির্মাণ করেছিল ওই এলাকার জাফর আলমের ছেলে নাছির উদ্দিন। তবে উচ্ছেদ শেষে তার থেকে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেয়া হয়। সে যদি পূনরায় এমন কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে বন আইনে ব্যবস্হা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত