মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর)
আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর চার দিন ব্যাপী বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন উপলক্ষে মঙ্গলবার দুপুরে রিজিয়ন সদর দপ্তর যশোর এবং ভারতের সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ার এর স্টাফ অফিসার পর্যায়ে প্রস্তুতিমূলক এক সভা বেনাপোল বিজিবি ক্যাম্পের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিজিবি এর পক্ষে নেতৃত্বে ছিলেন, রংপুর রিজিয়নের পরিচালক অপারেশন লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দীন নয়ন। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন গুয়াহাটি ফ্রন্টিয়ারের ডিআই ইন্সপেক্টর জেনারেল নোডাল অফিসার শ্রী ব্রজেশ কুমার।এর আগে বিএসএফের প্রতিনিধিদলকে বেনাপোল চেকপোস্টে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে একটি সুসজ্জিত বিজিবি’র সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
সভায় সীমান্তে বন্যপ্রাণী এবং গবাদি পশু, অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র চোরাচালান বন্ধ করা। বাংলাদেশী নাগরিকদের দ্বারা সীমানা লংঘন না করা, গবাদি পশু চুরি, বাংলাদেশের নাগরিকদের দ্বারা ফসলের ধ্বংস/ক্ষতি এবং ভারতীয় নাগরিকদের গাছ কাটা থেকে বিরত করা, চোরাচালান, মাদকদ্রব্য পাচাররোধ, অস্ত্র-গোলাবারুদ, নারী ও শিশু পাচার, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কাজ করবে। সীমান্তের যে কোন সমস্যা সমাধানে বিজিবি-বিএসএফ সম্মিলিত ভাবে কাজ করার বিষয়ে উভয় দেশের স্টাফ অফিসারগণ একমত পোষণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত