গত ১৩ই আগস্ট রাজধানীর জুড়াইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৫ দিনপর
মারা যান বাবা-মা। আজ সকালে চলে গেল ওই ঘটনায় দগ্ধ তাদের একমাত্র সন্তান আফসানাও।
এতদিন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এই সময়টির জন্যই যেন অপেক্ষা করছিল শিশু আফসানা।আজ বুধবার (২৩আগষ্ট) সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক যখন আফসানাকে মৃত ঘোষণা করেন সে সময় পুরো হাসপাতালের দৃশ্যপটটাই যেন পাল্টে যায়। স্বজনদের আহাজারিতে সিক্ত হয়ে ওঠে উপস্থিত সবারই চোখ। কান্নায় ভেঙে পড়েন অনেকে।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, জুরাইন এলাকা থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৫ জন এসেছিল। এদের মধ্যে গত ১৭আগষ্ট মুক্তা খাতুন এবং আতাহার আলী নামে দুইজন মারা গেছেন।অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।আর আজ সকালের দিকে মারা যায় শিশু আফসানা।
উল্লেখ্য, ১৩ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা
হয়েছিল।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত