সাইফুর রহমান পারভেজ গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া বাসটার্মিনাল সংলগ্ন কুষ্টিয়া কাউন্টার এলাকা থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ লালন নামে পঁয়ত্রিশ বছর বয়সের আলোচিত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মুল্য ৬০ হাজার টাকাও বেশি। মঙ্গলবার (২২শে আগষ্ট) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। আটক কৃত লালন দৌলতদিয়া ইউনিয়নের নুরুমন্ডল পাড়া গ্রামের মোঃ আক্কাস আলি প্রামানিক এর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে আরও ৯টি মামলা বিচারাধীন রয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে