মোঃজুবাইরুল ইসলাম, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মুরগী মারা যাওয়ার বিষয়কে কেন্দ্র করে ঝগড়ায় গিয়াস উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল নয়টায় চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম করাইয়া ঘোনা এলাকায়। নিহত গিয়াস উদ্দিন স্থানীয় মৃত নাজেম উদ্দিনের ছেলে।
স্থানীয় কাউন্সিলর ফারহানা ইয়াসমিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়ায় এক ভাই নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ এসে সাঈদী নামের একজনকে আটক করেছে।
নিহতের ছেলে আবু সাইদ বলেন, আমাদের বাড়ির একটা মুরগী মারা যাওয়ার বিষয় নিয়ে আমার বড় আব্বা সাহাব উদ্দিনের পরিবারের সাথে মঙ্গলবার সকালে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সাহাব উদ্দিন এবং তার ছেলে সাদ্দাম, সাজ্জাদ, সঈদী ও তাদের মা সহ ৬/৭ লোক মিলে আমার বাবাকে বাড়ি উঠানেই পিটিয়ে হত্যা করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, একটা মুরগীর বিষয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে এক ভাই নিহত হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত