স্টাফ রিপোর্টার:
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক সহ যে কোন ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে গুইমারা থানার আয়োজনে উপজেলার গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়াম কক্ষে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ত্রিপুরা উন্নয়ন সংসদ এর সভাপতি ত্রিদীপ নারায়ণ ত্রিপুরা, গুইমারা উপজেলা মারমা সংসদ এর সাধারণ সম্পাদক ছালাপ্রু মারমা, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ পাল, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মীর, গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, গুইমারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী রুবেল, গুইমারা উপজেলা ১ নং ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, ২ নং হাফছঢ়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চাইথোয়াই চৌধুরী, গুইইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন, গুইমারা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ আলম, গুইমারা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মৌজার হেডম্যান, পাড়া কারবারী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সাংবাদিকবৃন্দ।
সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কে যে কোন তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
এসময়, গুইমারা থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার (এসআই) মো. জহিরুল ইসলাম, সহকারী বিট অফিসার (এএসআই) এলপন চাকমা উপস্থিত ছিলেন। এরপর, গুইমারা থানা পরিদর্শন করেন পুলিশ সুপার।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত