সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর দেশের বৃহত্তম যৌনপল্লীর বাসিন্দা, যৌনকর্মী মায়েদের জাতীয় পরিচয়পত্র কার্ড প্রদানের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনসহ সরকারি কর্মকর্তাদের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস এর আয়োজনে গোয়ালন্দ উপজেলা হল রুমে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে ইন্ডিং কমারসিয়াল সেক্সচুয়াল এক্সপ্লোইটেশন অফ চিলড্রেন ইন বাংলাদেশ (সিএসইসি) প্রকল্পের আওতায় আর্থিক ও কারিগরি সহযোগিতায় রয়েছেন ফ্রিডম ফান্ড।
এ্যাডভোকেসি সভায় কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
এসময় কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর শাহাদৎ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারসিম তারান্নুম হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রওশন আরেফিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রথমিক সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন, কেকেএস শাখা ব্যবস্থাপক মো. কাইমদ্দিন মোল্লা, কেকেএস সহকারি ম্যানেজার মো. মঞ্জুরুল আলম, কেকেএস সিএসইসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ, ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা খাতুন, সুরভী আক্তার প্রমুখসহ দৌলতদিয়া যৌনপল্লীর যৌনজীবী মায়েরা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি