নাটক সিনেমায় কাজের প্রলোভন দেখিয়ে বিয়ের করে মানসিক নির্যাতনের কারনে আফরোজা আক্তার মিমি নামে এক মডেলের আত্বহত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববারম(২০ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরের ডিইউএইচএসের সাত তলা একটি বাসা থেকে লাফ দিয়ে আত্বহত্যার করে এই মডেল ।
পরিবারের অভিযোগ, মেহেদী হাসান রনি নামের একজন কথিত পরিচালক তাকে নাটক সিনেমায় অভিনয়ের সুযোগ দিবে বলে ওই মডেলের সঙ্গে সর্ম্পক গড়ে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। পরে তাকে বিয়ে করে এক বছর সংসার করেন। সংসারজীবনে নাটক সিনেমায় সুযোগ দেয়া না দেয়া দিয়ে টাপোড়েন চলে। অন্যদিকে ভুক্তভোগীর গর্ভে সন্তান চলে আসলে তাকে জোর করে গর্ভপাত করান কথিত ওই পরিচালক। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ছাড়া পেয়ে মেহিদী হাসান রনি, নানান বিষয়ে নিয়ে মানসিক নির্যাতন করে আসছিল মিমিকে। এর ফলশ্রুতিতে ভুক্তভোগী আত্বহত্যা করেছে বলে জানায় তার পরিবার।
ময়নাতদন্তের জন্য আফরোজার মরদেহটি
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।