রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে কানু হালদারের জালে সাড়ে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পরেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পরে। মাছটি আড়ত বিক্রির উদ্দেশ্যে আনলে স্থানীয় উৎসুক জনতা এক নজর দেখতে ভীর জমায়।
পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মাছের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ১হাজার ১শত টাকা কেজি দরে ১৩হাজার ৭শ ৫০ টাকায় কিনে নিয়ে ঢাকার এক গার্মেন্টস ব্যাবসায়ীর কাছে ১২শ টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।
এ বিষয়ে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট জানান, সকালে দৌলতদিয়া মাছের আড়ত থেকে বেশী লাভের আশায় মাছটি কিনে নিয়ে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে বিকেলে ঢাকার এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে ১হাজার ২শ টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় বিক্রি করি। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে ভালই লাগছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, পদ্মা নদীর সুস্বাদু পানিতে এখন মাঝেমধ্যেই এ ধরনের বড় মাছ পাওয়া যাবে। তবে সাড়ে ১২ কেজি ওজনের আইড় মাছ সাধারনত খুব বেশি ধরা পড়ে না।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত